বাংলাদেশসর্বশেষ নিউজ

৩৬তম বিসিএসের আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ

bcs watch prohabitedনিউজরুমবিডি.কম: সোমবার সন্ধ্যায় ৩৬তম বিসিএসের আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে আসন বিন্যাস, সময়সূচি ও নির্দেশনাবলী প্রকাশ করা হয়। http://www.bpsc.gov.bd/ এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে। এবার সব ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে পরীক্ষার হলে ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করলেও, পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

আগামী ৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩৬তম বিসিএসে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Tags

Related Articles

Close