বাংলাদেশসর্বশেষ নিউজ
রাজন হত্যার আসামী কামরুলের নামে ইন্টারপোলের ‘রেড নোটিস’
নিউজরমবিডি.কম: সিলেটের সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার অন্য সব আসামিকে গ্রেপ্তারের পর সৌদি আরব থেকে কামরুল ইসলামকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
কামরুলের ভাই মুহিত আলমসহ এই মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আরও আটজনকে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে ১৩ বছর বয়সী রাজনকে পিটিয়ে হত্যার পর বিদেশে চলে যান সৌদি আরব প্রবাসী কামরুল। রাজনকে নির্যাতনকারীরাই পেটানোর দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে দেশব্যাপী তোলপাড়ের সৃষ্টি হয়।
কামরুলের ছবি দিয়ে ইন্টারপোলের ‘রেড নোটিস’ তোলা হয়েছে। তার বিষয়ে যাবতীয় তথ্য অনুবাদ করে দুই-একদিনের মধ্যে রিয়াদে ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) পাঠানো হবে বলে জানা গেছে।
‘রেড নোটিসের’ পর এনসিবি কামরুলের অবস্থান নিশ্চিত করে বাংলাদেশকে জানিয়েছে বলে ঢাকায় এনসিবির সহকারী মহাপরিদর্শক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি আরো জানান, “রিয়াদ এবং বাংলাদেশ এনসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”
এনসিবি কর্মকর্তা মাহবুব জানান, এই ঘটনা সম্পর্কে এখন যাবতীয় তথ্য আরবিতে অনুবাদের কাজ চলছে। শেষ হলে দুই-একদিনের মধ্যে তা রিয়াদের এনসিবিতে পাঠিয়ে দেওয়া হবে।
এরপরের পদক্ষেপ কী হবে, তা রিয়াদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।