ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
আইনজীবী সনদ অধিকার আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে আইনজীবী সনদ অধিকার আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার ৩টায় শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদালয়ে কমিটি গঠন উপলক্ষে শিক্ষানবিশ আইনজীবী মীর বোরহান উদ্দীন লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক সুজন বিপ্লব, অন্যতম কেন্দ্রীয় সদস্য আবু তোয়াব অপু, শিক্ষানবিশ আইনজীবী তাসলিমা লাকি, জয় কুন্ডু প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে শিক্ষানবিশ আইনজীবী মশিয়ার রহমানকে আহবায়ক, কাজী দররুল আলম শাহীন ও মিঠু মালিতাকে যুগ্ম আহবায়ক এবং মীর বোরহান উদ্দীন লিটুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা, প্রচলিত ৩ ধাপের জটিল, সময়সাপেক্ষ ও হয়রানিমূলক পরীক্ষা পদ্ধতি বাতিল করে প্রশিক্ষণ ও অ্যাসাইনমেন্ট সাপেক্ষে আইনজীবী সনদ অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি চালু করার দাবি জানান।