খেলাধূলাসর্বশেষ নিউজ

মেসিদের কাঁদিয়ে শিরোপা জিতলো চিলি

নিউজরুমবিডি.কম: আবারো দেশের হয়ে শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হলেন ফুটবলের যাদুকর লিওনেল মেসি। আর মেসিদের কাঁদিয়ে শিরোপা নিজেদের করে নিলো কোপা আমেরিকার আয়োজক দেশ চিলি। ৪ বার ফাইনালে ব্যর্থ হওয়া চিলি নিজেদের মাঠে ফাইনালে ট্রাইবেকারে আর্জেন্টিনাকে হারিয়ে কোপার শিরোপা জিতে ৯৯ বছরের অপেক্ষা ঘুচিয়ে ইতিহাস গড়ল।

বিশ্বকাপে জার্মানির সাথে শিরোপা জয়ে ব্যর্থ হয়ে এবার কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে গিয়ে শিরোপা অধরাই থেকে গেল মেসিদের। নির্ধারিত ৯০ মিনিট উভয় দল গোল শূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিট। অতিরিক্ত সময়েও গোলের দেখা মেলেনি কোন দলের। অবশেষে  ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর এ টাইব্রেকারেই কপাল পোড়ে আর্জেন্টিনা ভক্তদের। আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারায় শিরোপা জয়ী চিলি।

প্রথমে মাথিয়াস ফার্নান্দেসের জোরাল শট ওপরের বাঁ কোনা নিয়ে জালে জড়ায়। আর্জেন্টিনার প্রথম পেনাল্টি ডান দিক দিয়ে নিচু শটে বল জালে জড়ান মেসি।

আর্তুরো ভিদালের শটে হাত লাগিয়েও ফেরাতে পারেননি রোমেরো। হিগুয়াইনের পেনাল্টি কিক চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। আরানগিস তৃতীয় পেনাল্টি থেকে অনায়াসে গোল করেন। বানেগারের দুর্বল পেনাল্টি কিক ঠেকিয়ে দেন ব্রাভো। সানচেসের পরের পেনান্টি কিক বল জালে পৌঁছলে প্রথমবারের কোপা আমেরিকা জয় নিশ্চিত হয়ে যায় চিলির।

এর আগে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। গ্যালারি ভরা ভক্তদের সমর্থন নিয়ে শুরু থেকে আর্জেন্টিনার ওপর চাপ তৈরি করে স্বাগতিকরা। যদিও মেসি জাদুতে প্রথম সুযোগটি তৈরি করে অার্জেন্টিনা।

আর্জেন্টিনাকে পরাস্ত করার নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় চিলি। তারা মুহুর্মূহু আক্রমণ চালায় আর্জেন্টিনার র্দূর্গে। মার্কোস রোহো, নিকোলাস ওতামেন্দিদের চ্যালেঞ্জ জানিয়ে বিপজ্জনকভাবে প্রতিপক্ষের রক্ষণ সীমায় ঢুকে যাচ্ছিলেন স্বাগতিক খেলোয়াড়রা।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে হাভিয়ের মাসচেরানোর ব্যর্থতায় চিলিকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পান সানচেস। মাসচেরানো শট দিতে গিয়ে বলে পা ছোঁয়াতে না পারায় বল পান চিলির সবচেয়ে বড় তারকা। অনেকটা দৌড়ে গোল করার মতো জায়গা গিয়েও বাইরে মারেন তিনি। আর গ্যালরি ভরা দর্শকরা উল্লাসে ফেটে পড়েন ট্রফি জয়ের আনন্দে।

Related Articles

Close