বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে বিআরটিএ’র বর্ণাঢ্য র‌্যালী

মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইল বিআরটিএ’র উদ্যোগে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, মালিক শ্রমিক সংগঠণ ও বিভিন্ন  সামাজিক সংগঠণ র‌্যালীতে অংশ গ্রহণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম। জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত সভায় জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ.এসপি (গোপালপুর সার্কেল) মোঃ আসলাম মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল বাস কোচ মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Related Articles

Close