বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

jhinaidah mapস্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রোববার (০১ মে) সকালে এ সংঘর্ষে উভয়পক্ষের আটজন আহত হয়। তারা হলেন, ওই গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৫), সাহেব আলীর ছেলে সোহেল রানা (২৪), আব্দুস ছাত্তারের ছেলে মিনহাজ উদ্দিন (২৫), সিয়াম উদ্দিনের ছেলে দাউদ হোসেন (২৫) আদম আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৩) ও খোদাবক্স আলীর ছেলে আনারুল হোসেনসহ (২৭) আটজন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান সাংবাদিক কে জানান, ওই গ্রামের সদস্য প্রার্থী সাইদুল ও ইকবাল হোসেনের কর্মীদের মধ্যে সকালে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে লাঠি-সোটা, ও গ্রাম্য অস্ত্র-শস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তিনি আরো জানান, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Related Articles

Close