সর্বশেষ নিউজ
ওইসিডির রেটিংয়ে বাংলাদেশের অগ্রগতি
নিউজরুমবিডি.কম: বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সার্বিক কান্ট্রি রেটিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ।
১৭ জুন অনুষ্ঠিত সংস্থাটির বিন্যাসকরণ কমিটির সভায় বাংলাদেশের সার্বিক কান্ট্রি রেটিং ৬ থেকে ৫-এ উন্নীত করা হয়েছে বলে জানা যয়।
২৯ জুন সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত সুইস এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির (এসইআরভি) সভায় সংস্থাটির পরিচালক হার্বার্ট ওয়াইট বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে এ তথ্য জানান।
আতিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক এ এন এম আবুল কাশেম ও তার দল এ সভায় অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল বহিঃচাহিদা থাকা সত্ত্বেও এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সহনশীল অর্থনীতির সাথে উচ্চ ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের রেটিং উন্নীতকরণের মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে।
এই সংস্থার রেটিংয়ে পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মিয়ানমার এবং মঙ্গোলিয়ারও ওপরে বাংলাদেশ। একমাত্র ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ সময় ধরে চলমান সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে বাংলাদেশ একটি অতিমাত্রায় উন্নয়ন সাহায্যপ্রার্থী দেশ থেকে একটি নতুন অগ্রসরমান বাজারে পরিণত হয়েছে।