বাংলাদেশসর্বশেষ নিউজ
ফুলবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে ও বেসকারকারী সংস্থ্যা সমাজ উন্নয়ন এর সহযোগীতায় বাল্যবিয়ে প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সভাকক্ষে জনপ্রতিনিধি, নিকাহ রেজিষ্টার ও শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ হাসিনা ভুঁইয়া, ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী, সমাজ উন্নয়ন এর নির্বাহী পরিচালক মোজাফ্ফর হোসেন, সমাজ উন্নয়নের সমন্বয়ক খায়রুল আলম, আলাদীপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, ফুলবাড়ী পৌরসভার কাজী সাখায়াত হোসেন প্রমুখ।
কর্মশালায় ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের নিকাহ রেজিস্টার, বিভিন্ন মসজিদের খতিব, বিভিন্ন মন্দিরের পুজারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। এ সময় বাল্য বিয়ে প্রতিরোধে সকলে একযোগে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।