বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
ইউপি নির্বাচনে থাকবে বিজিবি: নির্বাচন কমিশনার শাহনেওয়াজ
নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে বিজিবি থাকলেও থাকবেনা সেনাবাহিনী। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দরকার পড়বে। তবে সেনা মোতায়েন করা হবে না।”
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি আরো বলেন, ‘প্রথম ধাপে পৌনে সাত হাজারের মতো ভোট কেন্দ্রে নির্বাচন হবে। পুলিশ, র্যাব ও আনসার দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করতে পারব না। তাই বিজিবি দরকার হবে। আমরা ভোটের দায়িত্ব পালনের জন্য তাদের অনুরোধ করব।’
তিনি জানান, ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো কমিশন বৈঠক করেনি। কমিশন বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গত নির্বাচনে যারা ভোটের নিরাপত্তার দায়িত্বে ছিল, এবারও তারা থাকবে। পুলিশ, আনসার, র্যাবের সঙ্গে বিজিবি থাকবে। কাউকে বাদ দেয়া হবে না। এখনো সিদ্ধান্ত হয়নি কারা থাকবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আরো কি করা যায় তা চেষ্টা করা হবে।
নিরস্ত্র ও আর্মড আনসার বাড়ানো হতে পারে বলে জানিয়ে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে এক্সুয়ালি সম্প্রীতির ভাবটাই বেশি থাকে। আনসারই যথেষ্ট পরিমাণ দিলে তাদেরকে (প্রার্থী ও ভোটার) সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা যেত। নিরস্ত্র ও আর্মড আনসার বাড়িয়ে দেয়া হতে পারে। আর বিজিবি, পুলিশ, র্যাব তো থাকবেই। তবে সবকিছুর বিষয়ে কমিশন বৈঠক করে সিদ্ধান্ত নেবে।’