নিউজরুমিবিডি.কম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বুধবার।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন সোহাগ গাজী। চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন। আর প্রথমবারের মতো এই সংস্করণের দলে এসেছেন জুবায়ের হোসেন।
চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে ফেরা হচ্ছে না অলরাউন্ডার মাহমুদউল্লাহর। চোটের কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদও। বাদ পড়েছেন পেসার আবুল হাসান।
আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসেন, আরাফাত সানি।