বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
টাঙ্গাইলের ঘাটাইলে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নে চলছে জোড় লবিং
মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে।। বৃহত্তর ঘাটাইল উপজেলায় এই প্রথমবারের মত বিভক্তি হয়ে ১৪টি ইউনিয়নের নির্বাচন হতে পারে। এর আগে ১১টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। ১৪টি ইউনিয়নে আ’লীগ ও বিএনপির সম্ভাব্য দলীয় মনোনয়ন ও প্রতীক পেতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা। তৃণমূল থেকে উপজেলা পর্যায়ের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ ও লবিং চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ উপজেলা পেড়িয়ে জেলা, এমনকি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
৬ষ্ঠ ধাপে এ উপজেলার নির্বাচন হবে। শেষে পর্যায়ে নির্বাচন হলেও ঘাটাইলের গ্রামে-গঞ্জ, পাড়া-মহল্লা, হোটেল-রোস্তাঁরায় খোশ গল্পের পাশাপাশি আলোচনায় উঠে আসছে ইউপি নির্বাচনের বিষয়টি। উপজেলার ধলাপাড়া, সন্ধানপুর ও রসুলপুর ইউনিয়নকে ভাগ করে আরো ৩টি নতুন ইউনিয়ন গেজেটভূক্ত হয়েছে। এ গুলো হলো সাগরদিঘী, সংগ্রামপুর ও লক্ষিন্দর ইউনিয়ন। এ ৩টি ইউনিয়নেও সম্ভাব্য প্রার্থীদের মাঝে ভিন্ন আমেজ বিরাজ করছে।
১৪টি ইউনিয়নে আ’লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছে-সাগরদিঘী ইউনিয়নে আ’লীগ থেকে স্থানীয় করিম চেয়ারম্যানের ছেলে সমাজসেবক কামরুজ্জামান মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, ওয়াজেদ আলী মেম্বার ও বর্তমান চেয়ারম্যান হেকমত সিকদার। ধলাপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ থেকে লায়ন নাজিবুল হক ঝন্টু, লক্ষিন্দর ইউনিয়নে আওয়ামীলীগ থেকে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাইদুর রহমান, আঃ আজিজ মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও, রসুলপুর ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মাহবুবুল হক মাসুদ, একাব্বর আলী, বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হক সেন্টু, সাবেক চেয়ারম্যান শামছুল আলম।
সংগ্রামপুর ইউনিয়নে আওয়ামীলীগ থেকে উপজেলা আওয়ামীলীগ নেতা আঃ রহিম মিয়া, আঃ মান্নান, বিএনপি থেকে মাহবুবুর রহমান খান, সন্ধানপুর ইউনিয়নে আওয়ামীলীগ থেকে রফিকুল ইসলাম আজাদ, শেখ আল হেলাল, নজরুল ইসলাম, বেলায়েত হোসেন, দিগড় ইউনিয়নে আওয়ামীলীগ থেকে বিশিষ্ট ব্যবসায়ী ছানোয়ার হোসেন শাতিল, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ূন কবির বাবুল, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী ছাইফুল ইসলাম লিটন, বিএনপি থেকে ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ মামুন, আনেহলা ইউনিয়নে শহীদ খাদেম আলী মন্ডলের নাতি ছাত্রনেতা মোঃ আনছার আলী এবং আওয়ামীলীগ নেতা সমাজসেবক হামিদুল বাশার হিরু, বিএনপির শফিউর রহমান মুক্তা।
দিঘলকান্দি ইউনিয়নে আ’লীগের আব্দুল্লাহ আল মামুন বিদ্যুৎ, জামুরিয়া ইউনিয়নে আওয়ামীলীগ থেকে শহিদুল ইসলাম খান হেস্টিংস, বিনএনপি থেকে ইখলাক হোসেন খান শামীম, শ্রমিক নেতা আঃ বাছেদ। লোকেরপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক মোজাম্মেল হক মিন্টু, বিএনপি থেকে হায়দার আলী তালুকদার। দেওপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আঃ রাজ্জাক, জয়নাল আবেদীন। দেউলাবাড়ি ইউনিয়নের আওয়ীমীলীগ নেতা আবুল হোসেন, কহিনূর খান, বিএনপি নেতা রফিকুল ইসলাম খান, ঘাটাইল ইউনিয়নের আওয়ামীলীগের প্রবীণ নেতা জাহাঙ্গীর খান, হায়দার আলী, আতিকুর রহমান সুমন, হারুন অর রশিদ।