বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

ইউপি নির্বাচনের প্রথম ধাপ ২২ মার্চ

ecনিউজরুমবিডি.কম: আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, সারাদেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে মোট ছয় ধাপে। আর এর প্রথম ধাপে অনুষ্ঠিত হবে ৭৫২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের প্রথম ধাপে ভোট নেওয়া হবে আগামী ২২ মার্চ।
জানা গেছে, প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার তারিখ ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হবে ২৩-২৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩ মার্চ।
আরো জানানো হয়েছে, দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন হবে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন।
Tags

Related Articles

Close