বাংলাদেশসর্বশেষ নিউজ

মির্জাপুরে উৎসব আমেজে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন জমা

mirzapur chairmanমুক্তার হাসান, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলের মির্জাপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। হাজার হাজার সমর্থক নিয়ে প্রার্থীরা শোডাউনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের কাছে দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

সোমবার দুপুরে উপজেলার পাহাড়ী এলাকার বাঁশতৈল ইউনিয়নের আওয়ামী লীগের সম্ভাব্য দলীয় চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মিল্টন কয়েক হাজার কর্মী ও সমর্থক নিয়ে উপজেলা সদরে বিআরডিবির কার্যালয়ে মীর শরীফ মাহমুদের কাছে মনোনয়ন ফরম জমা দেন। এসময় সমর্থকরা বিভিন্ন শ্লোগান দিয়ে উল­াস করতে থাকেন।

এর আগে একই ইউনিয়নের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আলী সমর্থকদের নিয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম শিকদার সহ প্রমুখ।

উলে­খ্য, আগামী ২৮ মে ৫ম ধাপে মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে উপজেলা আওয়ামী লীগ এই ৮টি ইউনিয়নে প্রার্থী বাছাইয়ে ১৭ মার্চ থেকে ৫শ টাকা করে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন।

এ পর্যন্ত চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২৯মার্চ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ ও দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জানিয়েছেন।

Tags

Related Articles

Close