ক্রিকেটক্রিকেটখেলাধূলা

আইরিশদের বিপক্ষে সম্ভাব্য টাইগারদের একাদশ!

ban cricc

জেড.আই জহিরঃ ষষ্ঠ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ এর ম্যাচে টাইগারদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড। মূল পর্বে উঠতে হলে জয়ের বিকল্প কিছু নেই মাশরাফিদের সামনে। আগের চারম্যাচের মোকাবেলায় আইরিশদের বিপক্ষে তিনটিতেই জয় বাংলাদেশের।

শুক্রবার ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি), মাছরাঙ্গা টেলিভিশন। এছাড়া ম্যাচটির সরাসরি ধারাবিবরনী প্রচার করবে রেডিও স্বাধীন “এফএম ৯২.৪” ও রেডিও ভুমি “এফএম ৯২.৮”।

এদিকে কেমন হতে পারে আজকের টাইগার একাদশ? এ নিয়ে অপেক্ষার প্রহর গুনছে ক্রিকেটপ্রেমীরা। আগের ম্যাচে হল্যান্ডকে ৮ রানে হারিয়ে ফুরফুরে মেজাজ আর আত্মবিশ্বাস ফিরে পাওয়া দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে শেষ দিকে ব্যাটসম্যান বাড়াতে চাইলে দলে ফিরতে পারেন উইকেটে কিপার ব্যাটসম্যান নরুল হাসান সোহান। সেক্ষেত্রে জায়গা হারাতে পারেন স্পিনার আরাফাত সানি। উল্লেখ্য ইনজুরি আক্রান্ত পেস অ্যাটাকের মূল অস্ত্র কাটার মুস্তাফিজের আজকের খেলাও প্রায় অনিশ্চিত। তবুও মুস্তাফিজের খেলার ব্যাপারে ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা টিম ম্যানেজম্যান্ট।

এবার চলুন দেখে নেই, টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

টাইগারদের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান/আরাফাত সানি ও আল-আমিন হোসেন।

সাইড বেঞ্চে বসে কাটাবেঃ নুরুল হাসান সোহান/আরাফাত সানি, মিথুন আলী, মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।

Tags

Related Articles

Close