বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পেনব্রীজ পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

b.bariaমোহাম্মদ রাকিবুল হক, ব্রাহ্মণবাড়িয়া থেকেঃ  ৬ ফেব্রুয়ারী অর্ধ সাপ্তাহিক  পেনব্রীজ পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হাজী মাহমুদুল হক ভূইয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব ও ঐতিহ্য অর্ধ-সাপ্তাহিক পেনব্রীজ পত্রিকাকে দৈনিকে রূপান্তর করার জন্য আমি এবং আমার দলের পক্ষে  সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ। একই সাথে তিনি গত ১২ জানুয়ারী দুস্কৃতিকারী কর্তৃক পেনব্রীজ কার্যালয় ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে দোষীদের দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন।

পেনব্রীজ সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গণ ফোরামের জেলা সভাপতি এডঃ তারেকুর রউফ, শ্রমিক নেতা হাজী জসিম উদ্দিন জমসেদ,  সাংবাদিক মোঃ জসীম উদ্দিন, মোঃ আবুল হাসনাত অপু, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ তারিকুল ইসলাম খান রূমা, স্বপ্নতরীর এম.ডি তাহের উদ্দিন ভূইয়া জুয়েল, অধ্যাপক মোঃ আব্দুল গনি, ভি.ডি.সি’র নির্বাহী পরিচালক এস,এম শফিকুল ইসলাম, এ,আর,ডি’র উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমান, ডাঃ কৌশিক আহমেদ, অধ্যাপক শফিকুর রহমান, অধ্যাপক এম,এ হানিফ, অধ্যাপক সাইফুর রহমান মামুন, ভাদুঘর ডি.এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ একরাম হোসেন, ইঞ্জিনিয়ার আবদুর রহমান, অধ্যাপক শাফায়াৎ জামিল (কাজল), জেলা জাসদ সেক্রেটারী তৈমুর রেজা শাহজাদ, ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম, জাকির হোসেন, আলহাজ্ব লায়ন মনিরুল ইসলাম স্বপন, আবদুল মালেক, মোঃ আলমাছ খান, র‌্যাব হেডকোয়ার্টার সদস্য সুলতান আহমেদ প্রমুখ।

সাংবাদিক আবেদুর আর শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সুফি আবদুস সালাম। পরে প্রধান অতিথি পেনব্রীজের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

Related Articles

Close