ক্রিকেটক্রিকেটখেলাধূলা

ম্যাচ সেরা নীরব ঘাতক রিয়াদ

Riyad MOM.জেড.আই জহির: ক্রিকেট ম্যাচে মাঠে নামেন উভয়পক্ষের মোট ২২ জন খেলোয়াড়। কিন্তু ব্যাটে ও বলে কিংবা উভয় বিভাগে যে সমানতালে লড়াইকরে কাঙ্খিত বিজয় অর্জন করতে সক্ষম হবে সেই হবে ম্যাচ সেরা। শুক্রবার এশিয়া কাপ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। তার অলরাউন্ডার নৈপুণ্যে স্বাগতিক টাইগাররা জিতেছে ৫১ রানের বড় ব্যবধানে।
 
শুক্রবার এশিয়া কাপের তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করে সংযু্ক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাবেদ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে দুই ওপেনার মিথুন-সৌম্য। ওপেনিং জুটিতে ৪৬ রান সংগ্রহ করে দুজন। এরপর যেন খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। দলের পক্ষে ওপেনার ব্যাটসম্যান মিথুন আলী করেন সর্বোচ্চ ৪৭ রান। তার ৪১ বলের ইনিংসে ৪টি চার ও দুইটি ছক্কার মার ছিল। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৬ রানের ম্যাচসেরা ইনিংস। রিয়াদের ২৭ বলের ঝড়ো ইনিংসে ১টি চার ও দুইটি বিশাল ছয়ের মার মারেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৩৩ রান সংগ্রহ করে টাইগাররা।
 
১৩৪ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশী বোলিংয়ের যৌথ আক্রমনে দিশেহারা হয়ে পড়ে সফরকারী শিবির। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। ফলে ৫১ রানের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি ও তার দল। বোলিংয়েও কম যাননি বাংলাদেশ দলের নীরব ঘাতক রিয়াদ। ২ ওভারে মাত্র ৫ রান খরচায় তুলে নেন সফরকারীদের দুইটি উইকেট। তার ১২ বলের মধ্যে ৭টি ছিল ডট বল।
 
নীরব ঘাতক রিয়াদ এখানেই থেমে থাকেন নি। সংযু্ক্ত আরব আমিরাতের অধিনায়ককে হিট উইকেট আউট করে প্রথম বাংলাদেশী হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক সৃষ্টি করেন। তিনি একমাত্র বাংলাদেশী বোলার টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসে বিপক্ষ দলের কোন ব্যাটসম্যানকে হিট উইকেটের ফাদে ফেলান। এছাড়া মাশরাফির করা বলে পয়েন্টে দাড়িয়ে সাইমান আনোয়ারের উড়ন্ত ক্যাচ লুফে নিয়ে ম্যাচ সেরা হওয়ার ষোল কোনা পূর্ণ করেন রিয়াদ।
Tags

Related Articles

Close