জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

ঐক্যফ্রন্ট জিতলে প্রধানমন্ত্রী কে?

maxresdefault নিউজরুমবিডি.কম আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচিত হলে জোটের সংখ্যাগরিষ্ট দল ‘প্রধানমন্ত্রী’ পদে একজনকে নির্বাচন করবে বলে জানিয়েছেন ড. কামাল হোসেন। এক প্রশ্নের উত্তরে ড. কামাল একথা বলেছেন বলে নিশ্চিত করেন সংবাদিক নাঈমুল ইসলাম খান।

কদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের বক্তব্যে বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, ঐক্যফ্রন্ট নির্বাচিত হলে প্রধানমন্ত্রী কে হবেন?’ তার উত্তরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছিলেন, ‘ঐক্যফ্রন্ট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, এই চিন্তা না করলেও চলবে।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সেখানেও ‘প্রধানমন্ত্রী কে হবেন’ এমন প্রশ্ন উঠে। জবাবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল ওই জবাব দিয়েছেন বলে জানান নাঈমুল ইসলাম খান।oikko-front-and-editors-meeting-2018

সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

সম্পাদকদের মধ্যে অংশ নেন- প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএইজ সম্পাদক নুরুল কবীর, আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, সাপ্তাহিক বুধবার সম্পাদক আমির খসরু, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তজা, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

আরও ছিলেন বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের, এএফপি ঢাকা ব্যুরো চিফ শফিকুল আলম, রয়টার্সের ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, ইনকিলাবের সহকারী সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, বাংলাদেশের খবরের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রমুখ।

Related Articles

Close