ক্রিকেটক্রিকেটসর্বশেষ নিউজ
প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়েছে অজিরা
জেড.আই জহির, নিউজরুমবিডি.কমঃ কেএফসি তিনম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে সিরিজে ১-১ সমতা আনলো অজি-প্রোটিয়ারা।
রবিবার নিউ ওয়ান্ডার্স স্টেডিয়াম জোহানের্সবার্গে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক স্টিভ স্মিথ। সফরকারীদের সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে দারুণ সূচনা না করলেও পাহাড় সমান স্কোর দাড় করায় প্রোটিয়ারা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রানের পাহাড় সমান স্কোর সংগ্রহ করেছে স্বাগতিক প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন দলীয় অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার মাত্র ৪১ বলের ইনিংসে ৫টি চার ও সমান সংখ্যক ছয়ের মার মারেন এই মারকুটে ব্যাটসম্যান। এছাড়া দলের জন্য ডি ভিলিয়ার্স ১৩, ডি কক ৪৪, ডুমিনি ১৪, মিলার ৩৩ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে অল-রাউন্ডার ফ্লকনার ২৮ রান খরচায় নেন তিনটি উইকেট। এছাড়া হাস্টিংক ২টি ও মার্শ-আগার একটি করে উইকেট নিজের নামে করেন।
২০৫ রানের পাহাড় সমান স্কোরের জবাবে শুরুটা মোটেও ভালো্ হয়নি সফরকারী অস্ট্রেলিয়ার। মাত্র ৩২ রানে হারায় তারা টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে। এরপর গ্ল্যান ম্যাক্সওয়েলকে সাথে নিয়ে ১৬১ রানের রেকর্ড জুটি গড়েন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। আর এই জুটির উপর ভর করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে কাঙ্খিত ২০৫ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে।
দলের পক্ষে ওয়ার্নার ৭৭ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন। তার মাত্র ৪০ বলে করা ইনিংসে ৬টি চার ও ৫টি ছয়ের মার ছিল। আরেক মারকুটে ব্যাটসম্যান গ্ল্যান ম্যাক্সওয়েল করেন ৭৫ রান মাত্র ৪৩ বলে ৭টি চার ও ৩টি ছয়ের সাহায্যে। এছাড়া দলীয় অধিনায়ক ১৯ করেন আর অতিরিক্ত খাত থেকে আসে ১৪ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদা ও স্টেইন ২টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ৪০ বলে ৭৭ রান করা অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায়।