ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
সাকিবকে তিরষ্কার করলো আইসিসি
জেড.আই জহির, নিউজরুমবিডি.কমঃ সাকিবের আচরণের পর মনে এক প্রকার শঙ্কা বেধেগিয়েছিল আইসিসির নজরে পরেনি তো। সেই শঙ্কা ঠিক হলো, আইসিসির তিরষ্কার হয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এই অপরাধের কারণে সাকিবকে গুনতে হবে ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা।
বৃহস্পতিবার মাঠে অসভ্য আচরণের জন্য সাকিবকে তিরষ্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বড় কোন শাস্তির মুখোমুখি না হলেও এখন থেকে আইসিসির নজরে থাকবেন সাকিব আল হাসান। এই ধরনের অপরাধের (লেভেল-১) জন্য সাকিবকে সর্বনিম্ন শাস্তি হিসেবে গুনতে হবে ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা। সাকিবকে দোষী সাবস্ত করেন মাঠ আম্পিয়ার অনিল চৌধুরী, রুচিয়া পাল্লিয়াগুর্গে রিজার্ভ আম্পিয়ার শোয়েব রাজা, টিভি আম্পিয়ার এনামুল হক মনি। তাদের আনিত অভিযোগে শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি জেফ ক্রো। সাকিব দোষ স্বীকার করায় আর কোন শুনানির প্রয়োজন নেই বলে জানিয়েছে আইসিসি।
এদিকে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের ৮ম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এবারের এশিয়া কাপে যেটা ছিল অঘোষিত সেমিফাইনাল ম্যাচ। শ্বাসরুদ্ধকর ম্যাচে সাবেক এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। যার পরণায় ৬ই মার্চ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
কিন্তু এই অঘোষিত সেমিফাইনালে অনাকাঙ্খিত কান্ড করেণ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ব্যাটিং ইনিংসে পাকিস্তানের মোহাম্মদ আমিরের করা ১৮.২ বলে নিজের পছন্দনীয় শোর্ট সুপার স্কুপ করতে গিয়ে সরাসরি বোল্ড আউট হন সাকিব। এরপর টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নিজের আউট মেনে নিতে না পারায় রাগের বশে সজোরে ব্যাট দিয়ে আঘাত হানেন স্ট্যাম্পে। যেটা আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.১.৮ আর্টিক্যালের আওতায় পড়ে সাকিব। তৎক্ষণাৎ নিজের ভূল বুঝতে পেরে আম্পায়ারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সে যাত্রায় বেচে গেলেও ম্যাচ শেষে জরিমানা গুনতে হচ্ছে সাকিব কে। ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা দিতে হবে তাকে।