বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

tan 21 febটাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গতকাল সন্ধ্যা থেকেই টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় বাড়তে থাকে মানুষের জমায়েত। আর রাত ১২টার দিকে নামে সর্বস্তরের জনতার ঢল।

দিবসটি উপলক্ষে, রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। এরপর শহীদ মিনারে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনোয়ারা বেগমের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের নেতৃত্বে পুলিশ বিভাগ,  মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খঃ জহিরুল ইসলাম ডিপটির নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের নেতৃত্বে পৌর পরিষদ। এছাড়াও শ্রদ্ধা জানাতে আসেন অন্যান্য সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও সর্বস্তরের জনসাধারণ।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী  নানা কর্মসুচীর মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, ভাষার গান, প্রামান্য চিত্র প্রদর্শন, ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা।

Tags

Related Articles

Close