uncategorizedখেলাধূলা

`বাংলাওয়াশে’র লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মাঠে নামছে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করা টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

আজকের ম্যাচটি নিয়ে টাইগার অধিনায়ক মাশরাফি উপভোগের মন্ত্র ছড়িয়ে দিলেও টাইগারভক্তরা উন্মুখ হয়ে আছেন আরো একটি বাংলাওয়াশ দেখার প্রতীক্ষায়। এ ম্যাচটি জিতলেই ওয়ানডেতে ২ নম্বর র‌্যাঙ্কিয়ে থাকা ভারতকে ‘বাংলাওয়াশ’ করবে বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডেতে ৭৯ রান ও ৬ উইকেটের বড় ব্যবধানের জয় টাইগারভক্তদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে। আর সে লক্ষেই মাঠে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এ সিরিজে রীতিমতো বোলিং বনে যাওয়া নাসির হোসেনের কথায়ও তার প্রমাণ মিলল। তিনি বলেছেন, ‘বাংলাওয়াশ সম্ভব। আমাদের চেষ্টা থাকবে শেষ ম্যাচটি জেতার। সবচেয়ে বড় কথা, আমরা জেতার জন্যই মাঠে নামব।’ পাশাপাশি ভারতকে নিয়ে সতর্ক থাকার কথাও বললেন নাসির, ‘ভারত আমাদের ওপর তাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আক্রমণ করবে, এটা আমরা জানি। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। ওদের পরিকল্পনা ভেস্তে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। বাকিটা আমরা মাঠে প্রয়োগ করব।’

আজকের ম্যাচ নিয়ে অনেকগুলো হিসাব নিকাশ করতেই পারেন বাংলাদেশের ক্রিকেটমোদীরা। আজকের ম্যাচে সাকিব তিনটি উইকেট পেলেই  বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন। এর আগে এই গৌরব অর্জন করেছেন স্পিনার আবদুর রাজ্জাক।

 এদিকে  ক্রিকেটে নতুন আবিস্কার মুস্তাফিজ যদি আজকের ম্যাচেও ৫ উইকেট নেন, তাহলে তিনি ছুঁয়ে ফেলবেন ওয়াকার ইউনুসকে। ওয়ানডেতে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়া একমাত্র বোলার পাকিস্তানের প্রাক্তন এই পেসার।

বাংলাদেশের দলীয় অর্জনও স্বর্নাক্ষরে লেখা থাকবে- যদি আজকের ম্যাচেও ভারতকে হারাতে পারে বাংলাদেশ। নিজেদের মাঠে টানা ১১ ওয়ানডে জয় পেয়ে যাবে বাংলাদেশ।

সবচেয়ে বড় দলীয় অর্জন হবে ঘরের মাঠে বাংলাওয়াশের হ্যাটট্রিক। নিজেদের মাঠে শেষ দুটি ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৫-০ ও পাকিস্তানকে ৩-০ তে বাংলাওয়াশ করেন টাইগাররা।

অপরদিকে ক্রিকেটের পরাশক্তি ভারতের বর্তমান অবস্থা অনুমেয়ই বটে। বাংলাদেশের ক্রিকেটারদের কাছে নাস্তানুবাদ হয়েছেন তারা। পরপর দুই ম্যাচে ব্যাটিং, বোলিং সব বিভাগেই ব্যর্থ হয়ে নিজেদেরকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছেন তারা। আজকের ম্যাচটি তাই ধোনি-কোহলিদের মান বাঁচানোর লড়াই হিসেবেই দেখছেন ক্রিকেটবোদ্ধারা।

দুরন্ত ফর্মে থাকা দল নিয়ে মাশরাফি আরো একটি বাংলাওয়াশ উপহার দিবেন- এটা দেখার প্রতীক্ষায় আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে টাইগারভক্তদের।

Related Articles

Check Also

Close
Close