জেড.আই জহির: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের ষষ্ঠ ম্যাচে আজকেও মাঠে নামবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও ব্যক্তিগত দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিম’রা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ’তে।
শনিবার পাঁচ দলের এই টুর্নামেন্টে সাকিব-মুশফিকের করাচি কিংস মাঠে নামবে কুয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে। অপরদিকে তামিম ইকবালে’র পেশাওয়ার জালমি মুখোমুখি হবে লাহোর কালান্দার্সে’র বিপক্ষে। তামিমে’র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০.০০টায়। ম্যাচ দুইটি শারজাহ ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)।
এদিকে পিএসএলে তামিমের দল পেশাওয়ার জালমি পাঁচ ম্যাচের চারটিতে জয়লাভ করে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় প্রথম স্থানে অবস্থান করেছে। বিপরীতে সাকিব-মুশফিকের করাচি কিংস পাঁচ ম্যাচের দু্টির জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানটা তাদের। ইতিমধ্যেই দুবাই মাতিয়ে রেখেছেন তামিম-সাকিব-মুশফিক’রা।
তামিম ইকবাল পাঁচ ম্যাচের ৫টি ইনিংস খেলে ২৩৭ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন। তামিমের সর্বোচ্চ ৮০ রান যেটা অপরাজিত রানের ইনিংস। প্রতিটি ম্যাচে ৭৯ গড়ে রান করেছেন তিনি। এখন পর্যন্ত পিএসএলে তিনটি অর্ধশতক হাকিঁয়েছেন তামিম।
সাকিব টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই ব্যাট ও বল হাতে সফল। ওই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অল রাউন্ডার। এরপর রান ও উইকেট খরায় ভুগছেন সাকিব। পাঁচ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৯৮ রান। ৫১ তার সর্বোচ্চ রানের ইনিংস। বিপরীতে পাঁচ ম্যাচের চার ইনিংসে বল করার সুযোগ পান তিনি। ১২ ওভার বল করে ১০৬ রান খরচায় ২টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন তিনি। পরবর্তি ম্যাচে ব্যাট ও বলে জ্বলে উঠবে এমনটাই প্রত্যাশা সাকিব ভক্তদের।
এদিকে গতকালকেই অভিষেক হয়েছে মুশফিকুর রহিমের। নিজের প্রথম ম্যাচে সাতনাম্বারে ব্যাটিংয়ে নেমে ৭ বল মোকাবেলায় ১টি চারের সাহায্যে ১০ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। পাশাপাশি চমৎকার দুইটি ক্যাচ তালুবন্দি করেন তিনি।