বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ

fulbari 7.2মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার  নবনির্বাচিত মেয়র মরতুজা সরকার মানিকসহ ৯জন ওয়ার্ড কাউন্সিলর ও ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

আজ রবিবার সকাল ১০টায়  পৌরসভা সভাকক্ষে নবনির্বাচিত পরিষদের দায়িত্বভার গ্রহণ ও বিদায়ী পরিষদের বিদায় উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে পৌরমেয়র মরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক কমিশনার মজিবর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ, সাংবাদিক শেখ সাবির আলী, মোঃ রজব আলী, সাবেক ও পুনরায় নির্বাচিত ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোতাহার হোসেন, নবনির্বাচিত ১নং ওয়ার্ড কাউন্সিলর হারাণ দত্ত, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশীদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জোব্বার মাসুদ ও নং ৯ ওয়ার্ড কাউন্সিলর গোলাফ্ফর হোসেন, ফুলবাড়ী পৌরসভার সচিব মাহবুব আলম, পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন প্রমুখ।

fulbari 7.2..পৌর সচিব মাহবুব আলম জানায়, গত ৩০শে ডিসেম্বর,২০১৫ইং  পৌরনির্বাচনে নির্বাচিত নবনির্বাচিত পরিষদের মেয়র, কাউন্সিলরগণ গত ২৫শে জানুয়ারী রংপুর বিভাগীয় কমিশনারের নিকট শপথ গ্রহন করে।  আজ তারা আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেন। পৌরসভার নিয়ম অনুযায়ী আজ রবিবার থেকেই নতুন পরিষদের কার্যদিবস শুরু হয়েছে। আগামী ২০২১ সালের ৬ ফেব্রুয়ারী পর্যন্ত এই পরিষদের মেয়াদ থাকবে।

উলে­খ্য, গত ২০১৫সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ২য় বারের মতো পৌর মেয়র নির্বাচিত হন খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মুরতুজা সরকার মানিক। ২নং ওয়ার্ড কাউন্সিলর ময়েজ উদ্দিন ও জেলখানায় বন্দী থাকা অবস্থায় ২য় বারের মতো নির্বাচিত হন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোতাহার হোসেন।

এছাড়া নতুন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডের হারান দত্ত, ৩নং ওয়ার্ডে গোলাম মোস্তফা, ৪নং ওয়ার্ডে মামুনুর রশীদ চৌধুরী, ৫নং ওয়ার্ডে মোতালেব হোসেন, ৭নং ওয়ার্ডে সৈয়দ ফরহাদ, ৮নং ওয়ার্ডে আব্দুল জোব্বার মাসুদও ৯নং ওয়ার্ডে গোলাফ্ফর হোসেন।

অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং সংরক্ষিত আসনে রোকেয়া বেগম, ২নং আসনে নাজিরা বেগমও ৩নং আসনে রেবেকা খাতুন । তারা আজ সকলেই পৌরসভার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন।

সুধী সমাবেশে বর্তমান ও সাবেক কাউন্সিলরগণ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও পৌরসভার বিভিন্ন স্তরের, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags

Related Articles

Close