ইসলামবাংলাদেশসর্বশেষ নিউজ

আগামী বছর বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

akheri monajatনিউজরুমবিডি.কম: আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঠিক করেছেন তাবলিগের মুরুব্বিরা। আগামী বছরের বিশ্ব ইজতেমাও অনুষ্ঠিত হবে দুই পর্বে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১৩, ১৪, ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২০, ২১ ও ২২ জানুয়ারি।
গতকাল বিশ্ব ইজতেমার এবারের পর্ব শেষে মুরুব্বিরা বসে আগামী বছরের ইজতেমার তারিখ ঠিক করেন জানিয়েছেন বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন।

আগামী বছরও ৩২টি জেলার লোক অংশ নেবেন। এবার যেসব জেলার মুসুল্লিরা অংশ নিয়েছেন, তারা আগামী বছর অংশ নিতে পারবেননা।

আগামী বছরের ইজতেমায় যেসব জেলার মুসল্লিরা অংশ নেবে সেগুলো হলো : কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল ও বরগুনা।

Tags

Related Articles

Close