ছড়া/ কবিতাসাহিত্য

জাগি

lit.আমি হতে চাই এক শান্ত,

মুছে দিব সব ভ্রান্ত।

আমি কঠিনকে করব তরল,

বক্রকে বানাব সরল।

 

আমি জন্তুর মাঝে মনুষত্ব,

মানুষের মাঝে সর্বস্বত্ত্ব।

আমি খুঁজে নিব এক বর্ণালী

যা করেছিল সব স্বর্ণালী।

 

আমি সাদার মাঝে নীল ভাবিনা

পরাজয়কে ভয় করিনা।

বাবরি চুল ভাবিতে গেলে

হৃদয়ে অগ্নি জ্বলে।

 

 

-মাহফুজ মজুমদার

Email: globaleducationcenter.bd@gmail.com

Tags

Related Articles

Close