সাহিত্য

দীর্ঘদিন পর গুলতেকিনের একাকীত্বের অবসান

gul

নিজস্ব প্রতিবেদক;নিউজরুমবিডিঃ প্রিয়জনের সাথে বিচ্ছেদের পরও দীর্ঘদিন একা হেটেছেন দুটি মানুষ। একজন প্রায় দেড়যুগ আর একজন প্রায় একযুগ। প্রায় একযুগ ও আরেক প্রায় দেড়যুগের বসন্তগুলোর ভাগ তারা কাউকে দেননি। নারীটি প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ ঘটেছিল প্রায় ১৫/১৬ বছর হলো। আর পুরুষটির তার স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটেছে আজ থেকে ১০ বছর আগে। অবশেষে দীর্ঘদিন একাকী হেটে চলা দুটি মানুষ তাদের ভবিষ্যৎ বসন্তগুলো একে অপরের সাথে ভাগ করে নিতে চার হাত এক করলেন। পুরুষটিকে না চিনলেও নারীটিকে আমরা সবাই বেশ ভালভাবেই চিনি। কেননা তিনি বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান। আর পুরুষটি হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদ।

হুমায়ূন আহমেদ ও গুলতেকিন
হুমায়ূন আহমেদ ও গুলতেকিন

২০০৩ সালে জনপ্রিয়তার তুঙ্গে থাকা কথাশিল্পী হুমায়ুন আহমেদ কন্যাসম বয়সী শাওনকে বিয়ে করলে আপোষহীন ও অভিমানী গুলতেকিনের আর হুমায়ুনের সাথে থাকা হয়নি। অতঃপর চলার পথে দেখা স্ত্রী হীন আফতাবের সাথে। প্রথম দেখায় বন্ধুত্ব হলেও পরবর্তীতে তা রুপ নেয় প্রণয়ে। তারই ফল স্বরুপ দীর্ঘদিন একাকী দুজন সিদ্ধান্ত নেন এক ছাদের নিচে থাকার। গুলতেকিন খানের বনানীর বাসায় চলতি বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Check Also

Close
Close