ক্রিকেটক্রিকেটখেলাধূলাবাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

মাশরাফিও আক্রান্ত করোনায়

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় যোগ হলো জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদের এমপি মাশরাফি বিন মোর্ত্তজার নাম। মাশরাফি নিজেই তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজ ও গণমাধ্যমকে জানিয়েছেন এ তথ্য।

জানা গেছে, গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল মাশরাফির। এ ছাড়া অন্য কোনো উপসর্গ ছিল না। এখন জ্বর তেমন নেই। আপাতত ঢাকার মিরপুরে নিজের বাসায়ই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন নড়াইল-২ আসনের এ সাংসদ। গতকাল রাতে পরীক্ষা করার পর আজ ফল পেয়েছেন তিনি। তাঁর বাসার বাকিরা এখনো সুস্থ আছেন। কারও মধ্যে এখনো করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি।

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধ ও নড়াইলবাসীকে করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে নানা উদ্যোগ গ্রহণ করে প্রশংসা পান মাশরাফি। নিজের আসন ও নিজ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন তিনি। পাশাপাশি সব ক্রিকেটারদেরকে সাথে নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর লড়াইয়ে যুক্ত হয়েছিলেন মাশরাফি। নিজের খেলোয়াড়ি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা ব্রেসলেট নিলামে তুলে সেখান থেকে প্রাপ্ত ৪২ লাখ টাকা গরিব ও দুস্থ মানুষদের সহায়তায় কাজে লাগিয়েছেন তিনি।

প্রসঙ্গত, মাশরাফিসহ এখন পর্যন্ত ১৪ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Tags

Related Articles

Close