বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে ৮ পৌরসভায় ৭টি আ’লীগ ও ১টিতে বিএনপি প্রার্থীর জয়লাভ

tangail 31.12মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে, নিউজরুমবিডি.কম: ভোটারদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার অনুষ্ঠিত হলো পৌরসভা নির্বাচন। টাঙ্গাইলে বরাবরের মতোই আওয়ামীলীগের দাপুটে জয় লক্ষ্য করা গেছে। টাঙ্গাইলের সবক’টি পৌরসভার বেসরকারিভাবে ঘোষিত ফলাফল তুলে ধরা হলো-

টাঙ্গাইল পৌরসভা.
টাঙ্গাইল সদর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জামিলুর রহমান মিরণ নৌকা প্রতিকে ৩৯টি কেন্দ্রে ৪৯৫৭৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী মাহমুদুল হক সানু ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২৪৬৪২ ভোট ।

মধুপুর পৌরসভা.
মধুপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মাসুদ পারভেজ নৌকা প্রতিকে ১৭টি কেন্দ্রে ২২২৫৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী সরকার শহীদুল ইসলাম ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৪৬৫৩ ভোট।

ধনবাড়ি পৌরসভা.
ধনবাড়ি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী খন্দকার মঞ্জরুল ইসলাম তপন নৌকা প্রতিকে ১৩টি কেন্দ্রে ১১৩৯৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী এএমএ সোবহান ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৭০৬৪ভোট।

গোপালপুর পৌরসভা.
গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী রকিবুল হক ছানা নৌকা প্রতিকে ১৩টি কেন্দ্রে ২১৫২৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৪৫২৮ভোট।

ভুঞাপুর পৌরসভা.
ভুঞাপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মাসুদুল হক মাসুদ নৌকা প্রতিকে ১০টি কেন্দ্রে ৫৪৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী আবদুল খালেক ম-ল ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৫২৯৫ ভোট।
কালিহাতী পৌরসভা.
কালিহাতী পৌরসভায় বিএনপির প্রার্থী আলী আকবর জব্বার ধানের শীষ প্রতিকে ১০টি কেন্দ্রে ৯১৯৫ পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ প্রার্থী আনছার আলী বিকম নৌকা প্রতিকে পেয়েছেন ৭৪৪৪ ভোট।

মির্জাপুর পৌরসভা.
মির্জাপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী সাহাদৎ হোসেন সুমন নৌকা প্রতিকে ১০টি কেন্দ্রে ৯৫৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী হযরত আলী ধানের শীষ প্রতিকে ৪৫০৫ ভোট পেয়েছেন।

সখীপুর পৌরসভা.
সখিপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আবু হানিফ আজাদ নৌকা প্রতিকে ৯টি কেন্দ্রে ৯৬৮২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির বিদ্রোহী প্রার্থী ছানোয়ার হোসেন সজিব জগ প্রতিকে পেয়েছেন ৪৮৫৫ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৭০৭ ভোট। টাঙ্গাইল জেলার ৮টি পৌরসভায় মেয়র পদে ২৯ জন, কাউন্সিলর পদে ২৬৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

Tags

Related Articles

Close