সর্বশেষ নিউজ
সখীপুরে আদম ব্যবসায়ী গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলের সখীপুরে হারুন মাহমুদ (৩০) নামের এক আদম ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পুড়াবাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিদেশ নেওয়ার নামে জাল ভিসা দেওয়ার মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সে উপজেলার পুড়াবাশা গ্রামের আজগর আলীর ছেলে।
এ ব্যাপারে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, গ্রেফতারি পরোয়ানা জারিকৃত আসামী হারুনকে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে শনিবার সকালে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।