জাতীয়বাংলাদেশবিনোদনসর্বশেষ নিউজ

শরীফুলের ভিন্নধর্মী গল্পে আসছে ‘অন্য মানুষ’

46188027_2005664256166644_2245965199397879808_n নিউজরুমবিডি.কম: এলাকার এক পাগলের নাম রোবট। কখনো কারও সঙ্গে কথা বলে না। আচরণ অনেকটা রোবটের মতো। সেকারণে তাকে সবাই রোবট পাগল নামেই ডাকে। কিন্তু একদিন তানিয়াকে দেখার পর থেকে রোজ তার বাড়ির সামনে গিয়ে দাড়িয়ে থাকে। যেখানেই তানিয়া যায় সেখানেই রোবট পাগল গিয়ে হাজির হয়। এই নিয়ে বেশ বিরক্ত তারিন ও তার মা।

তার মা এই বিষয় নিয়ে বেশ মজা করতে থাকে এবং তানিয়ার সাথে পাগল কে বাসায় এনে খাবার খাওয়ায় । দিন যতই যায় রোবট পাগলের অত্যাচার বাড়তে থাকে।

এদিকে তারিনের হবু বর সোহেল বিয়ের জন্য ঢাকায় আসবে। তাই তানিয়া আর তার মা রোবট পাগলকে বাসায় এনে নানাভাবে বোঝাতে চেষ্টা করে। কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না। এক পর্যায়ে তানিয়া খারাপ ব্যবহার করে তার সাথে। তার পরদিন থেকে রোবট পাগল কে আর এলাকায় দেখা যায় না।

কিছুদিন পরে ঘটনাক্রমে তানিয়ার গাড়ীর সাথে এক্সিডেন্ট করে রোবট পাগল। তার পকেটে পাওয়া একটি চিঠি থেকে জানা যায়, সে পাগল নয়; পাগল বেশে ঘুরে বেড়ায়। কারণগুলো শোনার পর তানিয়া অবাক হয়ে যায়। ঘটনা অন্য দিকে মোড় নিতে থাকে।

সম্প্রতি এমনই গল্প নিয়ে শরিফুল ইসলাম শামীম নির্মাণ করেছেন খন্ড নাটক ‘অন্য মানুষ’। এতে রোবট পাগলের চরিত্রে অভিনয় করেন সাঈদ বাবু ও তার বিপরীতে অভিনয় করেন তানিয়া হোসেন।

নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নাটকের গল্পটি হৃদয় ছুঁয়ে যাবে। এতে ভালোবাসার একটি গভীর দিক দেখানো হয়েছে। যা মানুষকে কিছু সময়ের জন্য হলেও ভাবাবে। পরিচালক হিসেবে কাজটি করে আমি তৃপ্তি পেয়েছি।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু ,বাসার , সোহেল ,সবুজ, উদয় সহ আর অনেকে। আগামী ১৫ নভেম্বর বৃহস্পতিবার এশিয়ান টিভিতে রাত ১০ টায় প্রচারিত হবে নাটকটি।

Related Articles

Close