আন্তর্জাতিকবাংলাদেশ

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে নরেন্দ্র মোদী

নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িবহর শনিবার ১১টা ৩৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ থেকে বেরিয়ে ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশে রওনা হয়।

ভারতের প্রধানমন্ত্রী ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছালে বেলা ১২টা ০৫ মিনিটে তাকে স্বাগত জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের সদস্য সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাদওয়ান মুজিব সিদ্দিক।

ভারতের প্রধানমন্ত্রী সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল ‍দিয়ে শ্রদ্ধা জানান। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে মোদী জাদুঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বাড়ির যে বেলকনিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বক্তব্য দিতেন সেখানেও কিছুক্ষণ দাঁড়ান ভারতের প্রধানমন্ত্রী, তার পাশে তখন ছিলেন বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব ও তার স্ত্রী পেপ্পি সিদ্দিক।

বেলা ১টার দিকে মোদী জাদুঘর থেকে বেরিয়ে সোনারগাঁও হোটেলে যান।

বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শীর্ষ বৈঠকে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। ঐতিহাসিক সীমান্ত চুক্তি অনুমোদনের দলিলও হস্তান্তর হবে তখন।

রাতে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

Related Articles

Close