ক্রিকেটক্রিকেটখেলাধূলা

ফাইনালে উঠলো ভারত

indiaক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: এবারের আসরের প্রথম দল হিসেবে ফাইনালে উঠলো ভারত। বাংলাদেশ, পাকিস্তানকে হারানোর পর আজকে তারা হারিয়েছে শ্রীলঙ্কাকে।

এদিকে আজকের হারের ফলে এশিয়া কাপ থেকে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে। নিজেদের পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে পাকিস্তানের।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং এ নামেন ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে লঙ্কানরা। শ্রীলঙ্কার ইনিংসে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেন চামারা কাপুগেদারা। তিনি ৩০ রান করেন। ২২ রানের ইনিংস খেলেন মিলিন্দা শ্রীবর্ধনে। আর শেষ দিনে ৬ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস খেলেন থিসারা পেরেরা।

এদিকে বল হাতে ভারতের হার্দিক পান্ডে, বুমরাহ ও অশ্বিন ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান আশিষ নেহেরা।

১৩৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে। ব্যাট হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৬ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন যুবরাজ সিং। আর ২৫ রান করেন সুরেশ রায়না। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান কুলাসেকারা ২টি উইকেট নেন।

ম্যাচসেরা নির্বাচিত হন ভারতের বিরাট কোহলি।

 

Related Articles

Close