আন্তর্জাতিকসর্বশেষ নিউজ

‘ভারতে একজন মুসলিম ব্যক্তির চেয়ে একটি গরুও বেশি নিরাপদ’

shashiআন্তর্জাতিক ডেস্ক, নিউজরুমবিডি.কম: ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে দেশটির নিম্ন কক্ষে লোকসভায় যে বিতর্ক চলছে, সেখানে মন্তব্য করলেন ভারতের কংগ্রেসদলীয় সাংসদ শশী থারুর। তার মন্তব্যে তিনি জানান,  ভারতে একজন মুসলিম ব্যক্তির চেয়ে একটি গরুও বেশি নিরাপদ।

কেরলের তিরুবনন্তপুরম থেকে নির্বাচিত এমপি থারুর বলেন, “বাংলাদেশ থেকে বেড়াতে আসা আমার এক বন্ধু সেদিন বলছিলেন, সে দেশের ইসলামি মৌলবাদীরা যাতে ভারতকে জমিয়ে আক্রমণ করতে পারে, তার জন্য ভারতই তাদের সুযোগ করে দিচ্ছে।

বন্ধুকে উদ্ধৃত করে পার্লামেন্টে থারুর বলেন, ‘‘আর তারা ভারতকে আক্রমণ করবেন না-ই বা কেন, এখানে তো একজন মুসলিমের চেয়ে একটি গরুও বেশি সুরক্ষিত। মুসলিমদের চেয়ে গরুদের কদর বেশি।”

পার্লামেন্টে থারুর এই মন্তব্যের পর তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের ঝড় বইছে। অনেকেই অভিযোগ এনেছেন, শশী থারুর এই ধরনের মন্তব্য করে দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে চাইছেন। সূত্র: অনলাইন

Tags

Related Articles

Close