বাংলাদেশসর্বশেষ নিউজ

বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে গুলি ll নিহত ১

bogra mosqueনিউজরুমবিডি.কম:বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বগুড়ার শিবগঞ্জে শিয়া মুসলিম সম্প্রদায়ের মসজিদে মুসুল্লিদের উপর গুলি করা হয়েছে। এতে নিহত হয়েছেন ঐ মসজিদের মুয়াজ্জিন। গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন।

শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় নিয়মিত মুসল্লিদের সঙ্গে ২০-২২ বছর বয়সী অপরিচিত তিন যুবক মসজিদে প্রবেশ করে। তাদের মাথায় টুপি এবং পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল।

জানা যায়, মাগরিবের নামাজ শেষে অনেক মুসল্লি এশার নামাজের জন্য অপেক্ষা করছিলেন,  ঠিক সেই মুহূর্তে ওই তিন যুবক তাদের লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে তিন যুবক দৌঁড়ে পালিয়ে যায়।

এ সময় মসজিদের মুয়াজ্জিনসহ চার জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) মারা যান।

গুলিবিদ্ধ অপর তিনজন হলেন- হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন (৪০), মাওলানা শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদটি ঘিরে রেখেছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে।

 

Tags

Related Articles

Close