বাংলাদেশসর্বশেষ নিউজ

ত্রাণ বিতরণ ও বন্যার্তদের পাশে ঝিনাইদহের ‘যুব আহবান’ নামের সংগঠন

ত্রাণ বিতরণ ও বন্যার্তদের পাশে ঝিনাইদহের ‘যুব আহবান’ নামের সংগঠনমোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা : ভয়াবহ বন্যায় ভাসছে উত্তরাঞ্চলের মানুষ। দেশের ভয়াবহ বন্যায় সামাজিক ও মানবিক দ্বায়িত্ববোধ থেকেই বন্যার্তদের পাশে দাড়ালো ঝিনাইদহের ‘যুব আহবান’ নামের একটি সামাজিক সংগঠন।

৩ দিনের ত্রাণ বিতরণ শেষে বৃহস্পতিবার ঝিনাইদহে ফিরেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। ওই সংগঠনের নিজম্ব তহবিল থেকে বানভাসী ৩’শ ৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী।

‘যুব আহবান’ এর আহবায়ক খাঁন এম এস জামান শিমুল জানান, আত্রাই-পতিœতলা, মান্দা-বাগমারিসহ নওগা-রাজশাহীর বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, মানুষ যে কত অসহায় সেখানে গিয়ে অনুভব করতে পেরেছি। বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের পাশে দ্রুত দাড়াবার জন্যে সমাজের বিত্তবানদের আহবান করেন তিনি।

উল্লেখ্য, ঝিনাইদহের প্রাণ-নবগঙ্গা নদী বাঁচানোর দাবিতে “বাঁচাও নবগঙ্গা, সাজাও ঝিনাইদহ” – শ্লোগানে সংগঠনটি দীর্ঘদিন কাজ করে আসছে।

Tags

Related Articles

Close