ক্রিকেটক্রিকেটখেলাধূলা

তবে কি আসছে অস্ট্রেলিয়া যুব ক্রিকেট দল?

Cজেড.আই জহিরঃ শিরোনাম দেখে হতবিহম্বিত হওয়ার মতই অবস্থা। তাহলে কি বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে আসছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল? যদি না হয় তাহলে কেন আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নারায়ণগঞ্জের খান সাহেব ওসান আলী স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তা লিস লে। ছোটদের ১১তম আসর শুরুর আগেই এত রোমাঞ্চিত শুরু হলে কি হবে সেটা সময় বলে দিবে।

বুধবার বিকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা কর্মকর্তা লিস লে। তার সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত (বিশেষ শাখা) পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) ইমাম হোসেন, ভেন্যু ম্যানেজার বাবুল মিয়া।

সফরে তারা মাঠের চারপাশ, প্যাভিলিয়ন, আউটডোর, ইনডোর, টয়েলেট, ড্রেসিং রুম, দর্শক গ্যালারি, খেলোয়াড়দের প্রবেশ পথ, বের হওয়ার পথ, দর্শকদের মাঠে প্রবেশের পথসহ নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিরুপণ করেন। পরিশেষে লিস লে বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা সম্পর্কে জাকারিয়ার কাছে জানতে চান। মোহাম্মদ জাকারিয়া বিশ্বকাপ চলাকালে যেসব নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে লিস লে’র কাছে বিস্তারিত তুলে ধরেন। তবে সফর করে গেলেও লিস লে গণমাধ্যম কর্মীদের সামনে কোনো কথা বলেতে রাজি হননি।

এদিকে সফরের ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, “আমরা উনাকে (লিস লে) বিশ্বকাপ চলাকালীন সময়ে এবং পূর্ববর্তী সময়ে নিরাপত্তার বিষয় নিয়ে জানিয়েছি। পাশাপাশি ক্রিকেট আমাদের নিরাপত্তা নিয়ে সকল প্রকার দিক আলোচনা করেছি। আমরা আশা করছি তিনি সন্তুষ্ট হয়েছেন।”

উল্লেখ্য এক সপ্তাহ আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তার কয়েকঘন্টা পরে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে বাংলাদেশকে সবধরনের নিরাপত্তা দিতে সম্মতি জ্ঞাপন করে বিশ্বক্রিকেটের বড় সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারই ধারাবাহিকতায় ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তা কর্মকর্তার বাংলাদেশ সফর।

আসন্ন যুব বিশ্বকাপ মাঠে কতটা আলো ছড়াবে সেটা সময় বলে দিবে। কিন্তু মাঠের বাইরে যা কান্ড ঘটিয়ে চলছে তা বলার অপেক্ষা রাখেনা। অস্ট্রেলিয়া নিরাপত্তার প্রধানের কাছে বিষয়টি সুপ্রসন্ন হলে যুব বিশ্বকাপে আসতেও পারে অস্ট্রেলিয়ান ‍যুবারা। সেক্ষেত্রে কেমন হবে আযোজকদের অনুভুতি কি ঘটবে পুরাতন আগের তৈরিকৃত সময়সূচীর? তাহলে আয়াল্যান্ড কি বাদ পড়ে যাবে? সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে যাই হোক মঙ্গলময় হক এই কামনা বাংলাদেশ ক্রিকেট ভক্তদের।

Tags

Related Articles

Close