বাংলাদেশসর্বশেষ নিউজ

রাজন হত্যায় চারজনের ফাঁসির আদেশ

রাজননিউজরুমবিডি.কম:  রোববার দুপুরে সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলাম, চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না, তাজউদ্দিন আহমদ ওরফে বাদল ও জাকির হোসেন ওরফে পাবেল।

রায়ে নূর আহম্মদ ওরফে নূরু মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, মুহিদ আলম, আলী ও শামীম এই তিনজনকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুমাসের কারাদণ্ড, দুলাল ও আয়াজকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ৮ জুলাই চুরির মিথ্যা অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন চালিয়ে হত্যা করা হয় শিশু সামিউল রাজনকে। নির্যাতন করার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

দেশজুড়ে আলোড়িত এ ঘটনায় নির্যাতিত রাজনের বাবা শেখ আজিজুল আলম বাদী হয়ে জালালাবাদ থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন।

Tags

Related Articles

Close