বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে লোকসানের মুখে দেলদুয়ারের লেবু চাষিরা
মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় লেবুর বাম্পার ফলন হলেও দাম কম থাকায় লোকসানের মুখে পড়ছেন লেবু চাষিরা।গত রমযান মাসে লেবুর দাম ও চাহিদা বৃদ্ধি পেলেও বর্তমান সময়ে ন্যায্য মূল্য না পা য়ায় হতাশায় ভুগছেন লেবু চাষিরা। যেখানে এক বস্তা লেবু বিক্রি হতো ৬হাজার টাকায়, এখন সেখানে দাম কমে বিক্রি হচ্ছে মাত্র ১হাজার টাকায়।
গেলো কয়েক বছরে লেবু চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন এমন খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরলে উপজেলার অন্যান্য স্থানেও লেবুর আবাদ শুরু করেছেন অনেকেই। যার ফলে বিভিন্ন হাট বাজারে চাহিদার অনুপাতে লেবুর আমদানি বেশি হও য়ায় দাম কমে গেছে বলে মনে করছেন অনেক লেবু ব্যবসায়ী। এছাড়া, চলতি বছর অতি বর্ষণে লেবুর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় গাছ মরে যাওয়ার পাশাপাশি পচন ধরেছে লেবুতে। যার ফলে দিশেহারা হয়ে পড়েছেন লেবু চাষিরা। এ অবস্থায় সরকারি সহযোগিতা চেয়েছেন তারা। আর কৃষি বিভাগও এ ব্যাপারে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছে চাষিদের।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপকভাবে লেবু চাষ করে যাচ্ছেন চাষিরা। এই অঞ্চলের কৃষকদের আয়ের অন্যতম উৎস লেবু চাষ। এখানকার উৎপাদিত লেবু দেশের চাহিদা পূরণ করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও।
এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, লেবুর আমদানির তুলনায় চাহিদা কম থাকায় লোকসানের মুখে পড়েছেন তারাও। তবে ক্ষতিগ্রস্থ লেবু চাষিদের কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিলেন টাঙ্গাইল কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো. আবুল হাসেম।
কৃষি অধিদপ্তরের তথ্য মতে, দেলদুয়ার উপজেলায় লেবুর চাষ হয় ৭শ’ হেক্টর জমিতে। গত বছর ৩হাজার ২শ’ মেট্রিক টন লেবু উৎপাদন হলেও এবার ফলন বাড়ায় উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৪হাজার ৫শ’ মেট্রিক টন।