আন্তর্জাতিকবাংলাদেশসর্বশেষ নিউজ

স্বাগত ২০১৬!

2016..নিউজরুমবিডি.কম: সারা বিশ্বেই পালিত হচ্ছে ইংরেজি নববর্ষ। রাত ১২টা ১ মিনিটে ২০১৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান বিশ্ববাসী।
আতশবাজিসহ গগণবিদারী আওয়াজ আর আলোর ঝলকানির মধ্য দিয়ে সারা বিশ্বজুড়ে পালিত হয় নববর্ষের নানা অনুষ্ঠান।

অষ্ট্রেলিয়া, নিউজল্যান্ডের আয়োজন ছিলো চোখ ধাঁধানো। বিশ্বমিডিয়ায় এসব আয়োজনের নানা বিষয়গুলো উঠে এসেছে সুচারুরুপে। এশিয়ার হংকং, বেইজিংসহ নানা গুরুত্বপূর্ন শহরগুলোতে ছিলো আতশবাজিসহ নানা আয়োজন।

মিশরের পিরামিড, জার্মানির বার্লিন সেজেছে নতুন সাজে। জার্মানির বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটেসমবেত হয়ে কাউন্ট ডাউনে অংশ নেয় ১০ লাখ মানুষ। নিউইয়র্কের টাইমস স্কয়ারেও নতুন বছরকে স্বাগত জানাতে ১০ লক্ষাধিক মানুষ সমবেত হয় বলে জানা গেছে।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও থার্টি ফার্স্ট নাইটের আয়োজনের মধ্য দিয়ে বিগত বছরকে বিদায় জানানো হয় এবং নতুন বছরকে স্বাগত জানানো হয়।
সারাবিশ্ব জুড়ে পালিত নববর্ষের নানা আয়োজনে নিরাপত্তা ব্যবস্থাও ছিলো জোরদার। বাংলাদেশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
নিউজরুমবিডিডটকম এর পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও শুভ কামনা থাকলো।
Tags

Related Articles

Close