খেলাধূলাসর্বশেষ নিউজ
টসে হেরে ব্যাটিং এ টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং এ নেমেছে টাইগাররা।
এর আগে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো থাকায় নি:সন্দেহে ফেভারিট হিসেবেই মাঠে নামবেন টাইগাররা। তবে জিম্বাবুয়ে দলেও বেশ কয়েকজন ভালো মানের ক্রিকেটার থাকায় লড়াইটা ভালো জমবে বলেই ধরে নেওয়া যায়।
জিম্বাবুয়ের সাথে লড়াইয়ে বাংলাদেশই এগিয়ে আছে এখন পর্যন্ত। দুই দলের মোট ১৪টি সিরিজের আটটিতেই জিতেছে টাইগাররা; আর জিম্বাবুয়ে জয় পেয়েছে ৬টি সিরিজে।
সাফল্যের বছর হিসেবে ২০১৫ সাল বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর মাশরাফিবাহিনী বছরের শেষটাও করতে চাচ্ছে জয় দিয়েই। প্রসঙ্গত, এ বছর ১৫ ওয়ানডের ১০টিতেই জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল আমিন।
জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, লুক জঙ্গো, ওয়েলিংটন মাসাকাদজা/টিনাশে পানিয়াঙ্গারা।