বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১০

mirzটাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, সোমবার উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা জিএম ট্রাভেলস (ঢাকা-মেট্রো- ব-১৪-৯৩০৩) যাত্রীবাহী বাসটি বেলা বারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া জামতলা জুই-জুথি ফিলিং স্টেশনের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৬১৪২) মুখোমুখি সংর্ঘষ বাধে।

এসময় উভয় বাসের কমপক্ষে ১০জন যাত্রী কমবেশি আহত হয়। মির্জাপুর ফায়ার সার্ভিসের লোকজন আহতদের মধ্যে ৭ জনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ৬কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

দুপুর পৌনে একটার দিকে মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম জানিয়েছেন।

Tags

Related Articles

Close