ক্যাম্পাসসর্বশেষ নিউজ

জবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির অপরাধে তিনজনের কারাদন্ড

ক্যাম্পাস প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শুক্রবার বিকেল ৩টায় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে জবি কেন্দ্র এবং ঢাকা সিটি কলেজ কেন্দ্র থেকে আটক করা হয় তিনজনকে।

পরে ম্যাজিস্ট্রেট নাজমা নাহারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই বছর করে কারাদণ্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, আবদুর রহমান মজুমদার, কোপিল মাহমুদ ও মাসুদুর রহমান।

জবি পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মোবাইলে খুদেবার্তায় উত্তরসহ ধরা পড়েন আবদুর রহমান। পরে তার সহায়তাকারী কোপিল মাহমুদকেও আটক করা হয়। ঢাকা সিটি কলেজ কেন্দ্রে পরীক্ষার হলে মোবাইলসহ ধরা পড়েন মাসুদুর রহমান। আটকদের জবি প্রক্টর অফিসে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

এ বিষয়ে জবি প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির চেষ্টা করায় তাদের ভ্রাম্যমাণ আদালতের অধীনে সাজা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এবার ‘ক’ ইউনিটে ৭৬০টি আসনের বিপরীতে ৫৭ হাজার ৭০৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। শুক্রবার একযোগে ২৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

Tags

Related Articles

Close