আন্তর্জাতিকসর্বশেষ নিউজ

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া সবাই নিরাপদে উদ্ধার

Image may contain: one or more people, people standing and outdoor

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কোচসহ ১২ কিশোর ফুটবলারকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ১০ জুলাই মঙ্গলবার তৃতীয় দিনের অভিযানে ৫ জনকে গুহা থেকে বের করা হয়।

এরআগে ৮ জুলাই রবিবার ও ৯ জুলাই সোমবার দুই দফা অভিযানে চারজন করে মোট ৮ কিশোরকে গুহা থেকে বাইরে বের করে আনা হয়।

১৩ জন উচ্চপ্রশিক্ষিত বিদেশি ও পাঁচজন থাই নেভি উদ্ধারকারী ডাইভার কিশোরদের গুহা থেকে বের করার মূল অভিযানে অংশ নিয়েছেন। আর পুরো অভিযানে অংশ নিয়েছেন ৯০ জন ডুবুরি। এদের মধ্যে ৪০ জন থাইল্যান্ডের এবং বাকি ৫০ জন আন্তর্জাতিক।

উল্লেখ্য, গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়াতে তারা আর বাইরে বের হতে পারেনি। এরপর থেকে টানা ৯ দিন নিখোঁজ ছিল তারা।

Tags

Related Articles

Close