বিনোদন

১০ কোটি ভিউয়ের ‘অপরাধী’ গানের কণ্ঠশিল্পী আরমান পেয়েছেন মাত্র ৫০ হাজার টাকা

 

 

 

 

 

 

 

Image may contain: 2 people, text

বিনোদন প্রতিবেদক,নিউজরুমবিডি: সাম্প্রতিক সময় সবচেয়ে আলোচিত বাংলা গান ‘অপরাধী’ ইতিমধ্যে শুধু ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব থেকেই দেখেছেন ১০ কোটি ৪ লাখ মানুষ। সাথে আলোচনার কেন্দ্রে এসেছেন তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ।

শুধু ইউটিউব থেকেই গানের প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিক আয় করেছে প্রায় কোটি টাকা। কিন্তু গানটির গায়ক আরমান আলিফকে দেওয়া হয়েছে মাত্র ৫০ হাজার টাকা- এক সাক্ষাৎকারে এ কথা বলেন আরমান। তবে ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ নিজেকে ক্লিন ইমেজের সংগীত প্রযোজক দাবি করে এক কোটি টাকা আয়ের বিষয়টি নাকচ করে দেন।

আরমান বলেন, নতুন সংগীতশিল্পীরা যেভাবে শুরু করে আমার শুরুটাও ছিল সে রকম। আমি শুনেছি এই বিশাল পরিমাণ ভিউয়ের কারণে কম্পানির আয় হবে কোটি টাকার মতো। তবে সেসব নিয়ে আমি মাথা ঘামাতে চাই না।

ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ বলেন, আরমান আলিফকে সম্মানী বাবদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এটা এককালীন পরিশোধ করা হয়েছে। প্রতিটি শিল্পীর সঙ্গে ঈগল মিউজিকের এমনই চুক্তি থাকে। আর আমি জানি না কোত্থেকে কোন অ্যানালিটিকসে এই তথ্য পেয়েছে।

আরমান বলেন, গানটি ঈগল মিউজিকে জমা দেওয়ার সময় কোনো টাকার কথা উল্লেখ ছিল না। একজন নতুন হিসেবে আমি তাদের কাছে গিয়েছিলাম। তারা গানটি প্রকাশ করবেন বলে রাজি হয়েছিলেন। গানের চুক্তির সময় আমাকে বলা হয়েছিল আমার যখন টাকার প্রয়োজন হবে তখন চাইলে সেটা আমাকে দেওয়ার চেষ্টা করবেন তারা। তাদের আশ্বাসে একরকম ভালোবেসেই গানটি দিয়েছি এখানে। পরে দুই কিস্তিতে ৫০ হাজার টাকা আমি পেয়েছি। আর কোনো টাকা পাইনি।

গান প্রকাশের চুক্তির সময়ের কথা উল্লেখ করে আরমান আলিফ বলেন, তাঁদের কথায় বোঝা যাচ্ছে গানটি আমি বিক্রি করে দিয়েছি। আসলে এতকিছু তো বুঝিনি আগে। আমি তিনটা কাগজে স্বাক্ষর করেছিলাম। ওখানে কোনো টাকার অ্যামাউন্ট লেখা ছিল না। আমি একজন নতুন শিল্পীর মতোই অত কিছু না ভেবে বিশ্বাস করে স্বাক্ষর করে দিয়েছিলাম। এটাই আমার ভুল ছিল।

Tags

Related Articles

Close