বিনোদন

ঢাকায় মান্দি অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন

man

বিনোদন প্রতিবেদকঃ রিঙবো আচিক বিসারাং প্রতিযোগিতার সেরা ৭ শিল্পীর অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বিকেল ৫ ঘটিকায় ঢাকার সেন্ট ইউজিন সেন্টার হল রুমে মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলামিষ্ট ও মানবাধিকারকর্মী সঞ্জীব দ্রং, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার বুলবুল মানখিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হেমন্ত হেনরী কুবি, উপ-কমিশনার (কর) কর্ণেলিউস কামা, উন্নয়নকর্মী অনিত্য মানখিন, ঢাকা ওয়ানগালার নকমা আলেক্সিউস চিছাম, শুভজিৎ সাংমা, কবি মিঠুন রাকসাম, সঙ্গীত শিল্পী সমাপন স্নাল প্রমুখ। শিল্পী টগর দ্রং ও যাদু রিছিল পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন।

মোড়ক উন্মোচন শেষে সেরা ৭ শিল্পীর পাশাপাশি হেমন্ত হেনরী কুবি ও যাদু রিছিল গান পরিবেশন করেন।

মান্দি মৌলিক গানের অন্বেষণে ‘রিঙবো আচিক বিসারাং’ প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন খ্রেংনার যুগ্ম-আহ্বায়ক টগর দ্রং। তিনি জনজাতির কন্ঠকে আরও বলেন, সংখ্যার তুলনায় মান্দিদের মৌলিক গান খুবই কম। এ সংখ্যা বাড়ানো প্রয়োজন, সংখ্যা বাড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সাংস্কৃতিক সংগঠন খ্রেংনার আয়োজনে ও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সহযোগিতায় অ্যালবাম প্রকাশ করা হয়। অনুষ্ঠান আয়োজনে ঢাকা ওয়ানগালা, ইয়ূথ পীস নেটওয়ার্ট (এ্যাকশন এইড ও আইপিডিএস) সহযোগিতা করে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনজাতির কন্ঠ।

এর আগে গত ১৬-১৭ জুন বৃহত্তর ময়মনসিংহের গারো সম্প্রদায়ের তরুণ শিল্পীদের অংশগ্রহনে ‘রিঙবো আচিক বিসারাং’ নামের সঙ্গীত প্রতিযোগিতা হয়। এতে চৈতী মানখিন, স্নিগ্ধা থিগীদি, আদিত্য মৃ, প্রিং হাগিদক, ন্যামসি মৃ, দুর্জয় নকরেক, হান্না মৃ সেরা ৭ শিল্পী হওয়ার গৌরব অর্জন করেন।

Tags

Related Articles

Close