ক্যাম্পাসজাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
শেখ হাসিনার বেশে বঙ্গবন্ধু এসেছিলেন আমাদের মাঝে: তোফায়েল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: সাল টা ১৯৮১, তারিখ ১৭ মে। কুর্মিটোলা বিমানবন্দরে (বর্তমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) লাখো মানুষের ভিড়.! উদ্দেশ্য বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু তনয়ার স্বদেশ প্রত্যাবর্তন।
১৯৭৫ এর ১৫ ই আগষ্টের ভয়াল সেই কালোরাত্রিতে বাঙালি ও বাংলার সকল সম্ভাবনাকে কবর দিয়ছিলো নরপিশাচের দল। বাঙালি জাতি সেই শোকাতুত কালোরাত্রি ভুলতে পারবে না কোন দিন।
কিন্তু যে সাধের বাংলার জন্য এক মুজিবের ডাকে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ আর ৩০ লক্ষ বাঙালির তাজা প্রাণ বলি, আড়াইলক্ষ মা-বোনের ইজ্জত বিসর্জন। সেই সাধের বাংলা কি এত সহজেই অপশক্তির কাছে হার মানবে?
বাঙালি ও বাংলার একমাত্র আশা ভরসার প্রতিক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। ৭৫ পরবর্তী সময়ে তাঁর শূন্যতায় ধুঁকে ধুঁকে দীর্ঘ ৬ বছর কেঁদেছে বাঙালি জাতি। পুরো জাতি তখন অভিবাবকহীন হয়ে পড়ে। ঠিক তখনই ভাগ্যগুনে জীবিত থাকা বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাঁর প্রত্যাবর্তন বাঙালি জাতির জন্য মুক্তির বার্তা এনে দেয়।
চোখের সামনে ঘটে যাওয়া এমন অসংখ্য দৃশ্যের বর্ণনা দিলেন আওয়ামীলীগ এর বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ রবিবার ঢাবির টিএসসি অডিটোরিয়ামে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন অনেক স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, “সেদিন তিনি বক্তব্যে বলেছিলেন,
নেতা হতে আসিনাই, আমি এসেছি বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে।”
তোফায়েল আহমেদ বলেন, সত্যিই সেদিন দেশরত্নকে দেখে মনে হয়েছিলো, শেখ হাসিনা নয়; শেখ হাসিনার বেশে বঙ্গবন্ধু এসেছিলেন আমাদের মাঝে।”
তিনি আরোও বলেন, “বর্তমান বাংলাদেশের সাফল্য বঙ্গবন্ধুরই অসমাপ্ত পদক্ষেপ যা শেখ হাসিনার হাত ধরে পূর্ণতা পাচ্ছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুজ্জামান শিখর কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধরণ সম্পাদক এস এম জাকির হোসাইন। আলোচনা সভা পরিচালনা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।