আন্তর্জাতিকক্রিকেটক্রিকেটখেলাধূলাজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
বিশ্বসেরার বিদায়, শেষ ইচ্ছেটাও পূরণ হচ্ছে না সাকিব আল হাসানের
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি: বরাবরই বছরজুড়ে বাংলাদেশের মিডিয়ার অন্যতম শিরোনাম। শুধু কি দেশ, দেশের গন্ডি পেরিয়েও আন্তর্জাতিক অঙ্গনেও কম যান না এই বিশ্বসেরা অলরাউন্ডার। ক্যারিয়ারের ১৮ বছর পার করা সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। লাল-সবুজের পতাকাকে এনে দিয়েছেন বিরল সম্মান। ক্রীড়াঙ্গনের বিশ্বমঞ্চে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে যে মানুষটির ভূমিকা সবচেয়ে বেশি তিনিই সাকিব আল হাসান। কানপুরে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের টেস্ট এবং টি-২০ ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণা দিলেন বাংলাদেশের এই পোস্টারবয়। জানিয়েছেন নিজের শেষ ইচ্ছের কথাও।
রীতি মেনে টেস্ট ম্যাচের আগের দিন আজ কানপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরই আসার কথা ৷ কিন্ত এলেন সাকিব আল হাসান৷ হঠাৎ তাঁর আসার কারণ জানা গেল দ্রুতই। আন্তর্জাতিক ক্রিকেটের দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। তবে স্পষ্টতই এই ঘোষণায় রয়েছে অনেক অস্পষ্টতাও! দেশের মাঠে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টই হবে সাকিবের শেষ টেস্ট ম্যাচ। এমনটিই ভেবেছেন সাকিব৷ তবে সেটি আদৌ সম্ভব কিনা তা এখনো নিশ্চিত নয়। আবার টি-২০ ক্রিকেটেও দলের প্রয়োজনে সাকিব ফিরতে চান ৬মাস-১বছর পর! এমন সাকিবকে কি কেউ কখনো দেখেছেন?
পড়ন্ত বেলায় সাকিবের এই মলিন চোখ আর অস্পষ্ট বক্তব্য তাঁর ভেতরের উৎকন্ঠা আর অনিশ্চয়তার প্রতিফলন। রাজনৈতিক প্রেক্ষাপট হয়তো তাঁকে ক্রিকেটার সাকিব থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে।
শেষবেলায় তাঁর ইচ্ছে দেশের মাটিতে চিরচেনা মিরপুরের সবুজ গালিচায় নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। তারজন্য তিনি বোর্ডের কাছে নিরাপত্তা চেয়েছেন, বোর্ড প্রেসিডেন্ট ইতিমধ্যেই স্পষ্টভাবে জানিয়েছেন কারও ব্যক্তিগত নিরাপত্তা বোর্ডের দেওয়ার সামর্থ্য নাই। এমনটি হলে সাকিবের দেশে ফেরা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। অর্থাৎ এটিই হতে যাচ্ছে তাঁর শেষ টেস্ট।
টি-২০ শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে তিনি নিজেই ভাবছেন। বাকী থাকলো ওয়ানডে! এতকিছুর পর সাকিব কি আর ওয়ানডেতে ফিরতে পারবেন? মানসিকভাবে কতটা প্রস্তুতি তাঁর? বোর্ডই কি তাঁর প্রয়োজনীয়তা অনুভব করবে? যদি তেমনটা না হয় তাহলে হয়তোবা আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নিরবে নিভৃতে হারিয়ে যাচ্ছেন ‘সাকিব’ নামের ধ্রুবতারা!
যে সাকিব গত ১৮ বছর রাজার মত দেশকে প্রতিনিধিত্ব করেছেন। সেই সাকিব আজ বড্ড অসহায়! বিদায় বেলা হয়তো নিজের শেষ ইচ্ছেটুকু প্রকাশ করেও পূরণ করতে পারছেন না! তাতে কি সাকিব যা দিয়ে গেলেন তা এদেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনে আজীবন অক্ষয় অব্যয় হয়েই থাকবে। আগামীতেও দিনের পর দিন কিশোর-কিশোরীরা সাকিব হবার স্বপ্নে ক্রিকেট খেলবে, কিন্তু হয়তো ‘সাকিব আল হাসান’ আর হয়ে উঠবে না।