অন্যান্যজাতীয়পরিবেশফিচারবাংলাদেশরাজনীতিলাইফস্টাইলসর্বশেষ নিউজ

সখিপুরে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বাসাইল-সখিপুরের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু এর ব্যক্তিগত উদ্যোগে আজ শুক্রবার (২৫ জুন) বিকেলে সখীপুর মোক্তার ফোয়ারা চত্বরে করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ করেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণে পৃথকভাবে অংশ গ্রহণ করেন সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান, সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি তাহেরুল ইসলাম, সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী মিয়া, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, বাংলাদেশ মানবাধিকার কমিশন সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূইয়া, সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান প্রমুখ।

সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দর কামাল লেবু বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির লক্ষ্যে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনা বৃদ্ধিকরণে জয় এবং আমি অন্যান্যদের সাথে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে সখীপুর উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছি। এছাড়াও সখীপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আগ্রহী করতে মাইকিং সহ বিভিন্ন প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ করেছি।

Related Articles

Close