অন্যান্যজাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

সখীপুরে কাদেরিয়া বাহিনীর শপথ দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কাদেরিয়া বাহিনীর শপথ দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের আওতাধীন কাদেরিয়া বাহিনীর টাঙ্গাইল অঞ্চলের বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের (কমান্ডার ইন চিফ) এর নেতৃত্বে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ১০ জুন এই দিনে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য সখীপুর উপজেলার বহেড়াতৈল এলাকায় পবিত্র কুরআন শরীফ, গীতা, বাইবেল ছুয়ে শপথ গ্রহণ করেছিলেন। ১৯৭১ সালের সেই স্মৃতিকে ধরে রাখতেই বহেড়াতৈল গ্রামে স্বাধীনতা যুদ্ধের শপথস্তম্ভ স্থাপন করা হয় । বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা শপথ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে উপজেলার বহেরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইলে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল ০৮ অাসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া, কাদেরিয়া বাহিনীর ১ নং কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যক্ষ এম ও গণি, বীর মুক্তিযোদ্ধা এস,এম আমজাদ হোসেন বিএসসি, সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, পৌর কমান্ডের সাবেক কমান্ডার এস,এম অাব্দুল মোওালিব মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ অাবদুল্লাহ মিয়া, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ সহ প্রমুখ । এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ও সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অাগত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Related Articles

Close