বাংলাদেশরাজনীতি

শেখ মুজিব দেশ উপহার দিয়েছেন, সাজিয়েছেন শেখ হাসিনা: মতিয়া চৌধুরী

motiaমুক্তার হাসান, টাঙ্গাইল থেকে, নিউজরুমবিডি.কম: “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ উপহার দিয়েছেন, সাজিয়েছেন শেখ হাসিনা। এর ফলে দেশের মানুষ এখন ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ পেয়েছে। এ সরকারের শাসনামলে দেশের উত্তরাঞ্চলের মানুষকে মঙ্গা কবলিত হতে হয়নি।” কথাগুলো বলছিলেন মহাজোট সরকারের কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

রোববার দুপুরে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে আয়োজিত টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাসহ ৭১’এর মানবতা বিরোধী অপরাধীদের বিচারের সম্মুখীন করে এ সরকার বিশ্ব দরবারে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ফলে আন্তর্জাতিক সালিশী আদালতে বাংলাদেশের বিচারক নিয়োগ পেয়েছে। বিশ্ব দরবারের পাশাপাশি অন্যান্য দেশগুলোর সামনে বাংলাদেশ এখন রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালের মধ্যে এ দেশ বিশ্ব দরবারে মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিতি পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

সম্মেলন উপলক্ষ্যে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আলমগীর খান মেনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র মন্ত্রনালয় প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী প্রমুখ।

Related Articles

Close